জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আহ্বায়ক আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. নুর আহমদ, এড. আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, কামরুল হাসান, মুমিনুর রশিদ চৌধুরী, মঞ্জুর আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বেলাল আহমদ, ইসলাম আলী, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামিম হুদা, মো. মামুন আল রশিদ, রুমেল আহমদ রিপন।
৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন দুলাল আহমদ, মো. মিছবাহ উদ্দিন (মিজবা), আব্দুল খালিক, কামাল উদ্দিন, শামিম আহমদ, মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আব্দুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, মো. জসিম উদ্দিন, মো. আজাদ মিয়া, মো. মোহন আহমদ, মো. ইজ্জাদ আহমদ, নবী হোসেন, রফিক উদ্দিন, সুমন, মুজিবুর রহমান এপল, বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম. বিলাল উদ্দিন, বিলাল আহমদ, মো. রফিকুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাছির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জল, মো. ইসমাঈল মিয়া রিপন, মো. শামীম আহমদ, কামরান আহমদ তালুকদার এবং এম এ জব্বার। কেন্দ্রীয় কমিটি জানায়, এ আহ্বায়ক কমিটি দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ে উপজেলা ও পৌরসভায় প্রতিনিধি সভা করে কমিটি গঠন শেষে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে কমিটির কার্যকারিতা বাতিল হয়ে যাবে।
তাঁতীদল সিলেট জেলার আহবায়ক কমিটি গঠন দৌলত আহবায়ক, বিলাল সদস্য সচিব

কমেন্ট