সিলেট মহানগর ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন তাজুল ইসলাম তাজ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাবেদ হক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।
৩৩ নং ওয়ার্ড বিএনপির এই কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন তাজুল ইসলাম তাজ, মালেক আহমদ, দুলাল আহমদ দুলাল ও নাজির খান চান মিয়া। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার খান এনাম, জাবেদ আহমদ ও আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে বাদল আহমদ, জসিম মিয়া, ওসমান সুলতান ও রিপন মিয়া প্রতিদ্বন্দিতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপিকে সংসংগঠিত করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করেন। এদিকে প্রধান বক্তা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে কাজ করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সিলেট এক আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজয় সুনিশ্চিত করতে একযোগে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেট শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মোনিম এর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকী এর সঞ্চালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, যুগ্ন সম্পাদক শোয়েব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব আহমদ শোয়েব,সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, দপ্তর সম্পাদক তারেক আহমেদ, সহ সংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মাসুম আলী প্রমুখ । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ছাত্রদল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ওলামা দল, তাঁতিদল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।