শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক  :  জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ চলছে।

সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্র‍য়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেয়া হয় চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা।

মাহমুদুর রহমান আরও বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড হয়; সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, সেই প্লানিংয়ে জড়িত ছিল বিদেশি শক্তি। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেয়া চৌধুরী মামুনকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *