শেষ পর্যায়ে ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : হাতে সময় মাত্র দু’দিন। শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ছুটির দিন হওয়ার পরেও সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের।

তবে ছুটির দিন হওয়ায় প্রচার-প্রচারণায় সকাল থেকে কিছুটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম।

প্রার্থীরা বিভিন্ন হলে ও ক্যাম্পাসে ঘুরে লিফলেট বিতরণ করছেন। শেষ মুহূর্তে কেউ জানাচ্ছেন ইশতেহার, কেউ আবার আচরণবিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তবে ভোটাররা ডাকসু নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত।

এদিন সকালে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জানান, তিনি নির্বাচনে জিতলে নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করবেন। যার মাধ্যমে ৩০ দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন সম্ভব হবে। অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে তরুণ প্রজন্ম যেতে চায় না বলেও জানান এই ভিপি পদপ্রার্থী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *