নিজস্ব প্রতিবেক: সিলেটে ট্রাকের সাথে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেল’যোগে কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলেন। এসময় মালনীছড়া এলাকায় ট্রাকে ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যান। নিহত যুবকের বাড়ি শাহপরান এলাকায়। তার বয়স আনুমানিক ২১ বছর বলে জানিয়েছে পুলিশ।
এ দুর্ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে একজন নিহত যুবকের ভাই বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রাত ১টায় ঘটনাস্থল থেকে বিমানবন্দর থানার এসআই আতিক সংবাদকর্মীদেরকে বলেন, একজনের মরদেহ ট্রাকের নিচে রয়েছে। আমরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি জানান, এতে আরো ২ জন আহত হয়েছেন তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।