হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। তার কয়েক ঘণ্টা আগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেপালের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে নেই হামজা চৌধুরী, শমিত সোম।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে হামজার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামজা চৌধুরী নেপালের বিপক্ষে স্কোয়াডে নেই। যেহেতু সে শেষ ম্যাচে একটু চোটে পড়েছিল, তাই তার ক্লাব (লেস্টার সিটি) নিজেরাই চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছে।

অন্যদিকে, কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম ক্লাবের ব্যস্ততার কারণে নেপাল সফরে যেতে পারছেন না।

সিঙ্গাপুরের সঙ্গে সবশেষ ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন নেপাল ম্যাচের স্কোয়াড থেকে। তারা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। আগে কখনও বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেননি তিনি।

সিঙ্গাপুর ম্যাচের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, আর বাংলাদেশ ১৮৪তম। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে উভয় দলই।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *