ব্যাটে-বলে সাকিবের আরও একটি ব্যর্থ দিন, বড় হার অ্যান্টিগার

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বল হাতে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। শনিবার (২৩ আগস্ট) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমে বড় ব্যবধানে হেরে যায় সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

নিজেদের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে গায়ানা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করে। ওপেনার শেই হোপ ৫৪ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলেন। শিমরন হেটমায়ার মারেন ২৬ বলে ৬৫, আর রোমারিও শেফার্ডের ঝোড়ো ৮ বলে ২৫ রানের ক্যামিওয় ভর করে গায়ানা দাঁড় করায় ৪ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ।

জবাবে ব্যাট হাতে নেমে ৪৬ বছর বয়সী অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরের ঘূর্ণি জাদুতে ফ্যালকনস ১৫ দশমিক ২ ওভারেই অলআউট হয় ১২৮ রানে। ফলে সাকিবের দল হারে ৮৩ রানের ব্যবধানে।

সাকিব বল হাতে প্রথমবার দুই ওভার করার সুযোগ পেলেও কোনো সাফল্য পাননি। ২ ওভারে খরচ করেছেন ১৬ রান, ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে নামেন পাঁচ নম্বরে, করেন মাত্র ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন তিনি।

পুরো টুর্নামেন্টেই যেন অফফর্মের বৃত্তে ঘুরছেন সাকিব। চার ইনিংসে এখন পর্যন্ত তার রান মাত্র ৩৯, আর বোলিংয়ে চার ম্যাচে একটি উইকেট।

তিন ওভার দুই বলে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন ইমরান তাহির। অন্যদিকে এই হারে ৫ ম্যাচে অ্যান্টিগার জয় থাকল দুটিতে। আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *