সবার মধ্যে ঐক্য থাকলে সফল হওয়া সম্ভব : ফখরুল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায়, সবার মধ্যে ঐক্য থাকলে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সচেতন। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি।

তিনি বলেন, ট্রানজিশন পিরিয়ডে আছি। তবে একটা সুযোগ তৈরি হয়েছে। জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে পারলে সফল হবো। সবকিছু মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি ৭১ সালে প্রমাণিত হয়েছে। ২৪ এও প্রমাণিত হিয়েছে।

ফখরুল বলেন, পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। দক্ষিণাঞ্চলের অনেক অংশ বাস উপযোগিতা হারিয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন।

তিনি আরও বলেন, সংস্কার আগেই বিএনপি উপলব্ধি করেছে। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। তবে, জনগণের মধ্যে দাবিও উঠতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *