ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। রোববার (২৭ জুলাই) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন।

বিএনপি জানায়, দলের আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লক্ষ ৪ হাজার ৮২৩ টাকা। আর, উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

এর আগে, গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেয়া হয়নি। বাকি ৫০টি দল পেয়েছে এই চিঠি।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সে অনুযায়ী, পর-পর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে, ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে চিঠি দেওয়া হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *