ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। সিরিয়ান এক নাগরিক গ্রিসের সমুদ্র সৈকতে ঘুরতে আসা ওই ইসরায়েলির কান ছিড়ে ফেলেন বলে জানিয়েছে পুলিশ। খবর, টাইমস অব ইসরায়েলের।

ভুক্তভোগী ইসরায়েলি নাগরিক স্টাভ বেন-সুসান ওই সিরিয়ানকে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় গ্রিস পুলিশ তাকে আটক করেছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যমটি।

গ্রিসের একটি হাসপাতাল থেকে ওই ইসরায়েলি পর্যটক বলেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’— এমন স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে ওই সিরিয়ান ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরিয়ানকে সৈকত থেকে সরিয়ে দেন।

তিনি আরও বলেন, ঘটনার ঘণ্টাখানেক পর স্ত্রীকে নিয়ে বের হলে দেখতে পান ওই সিরিয়ান তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। এসময় তিনি বাধা দিতে গেলে সিরিয়ান ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।

উল্লেখ্য, গত কয়েক দিনে গ্রিসে ইসরায়েল-বিরোধী তৃতীয় ঘটনা এটি। বুধবার ভোরে গ্রীক দ্বীপ রোডসে ছুটি কাটানোর সময় ইসরায়েল-বিরোধী হামলাকারীদের একটি দল ইসরায়েলি কিশোরদের ওপর আক্রমণ করে। একদিনেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ক্রুজ জাহাজকে গ্রীক দ্বীপ সাইরোসে নোঙ্গর করতে বাধা দেয়ার ঘটনাও ঘটে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *