সিলেটের সাংবাদিকতা জগতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস)। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ফি বাবদ সংগৃহীত ৪৩,৫০০ টাকা এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত অর্থ যোগ করে মোট ৫২ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে সিনিয়র ফটোসাংবাদিক মামুন হাসানের হাতে।
রবিবার (২০ জুলাই) রাতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট-এর নেতৃবৃন্দ মামুন হাসানের বাসায় গিয়ে নগদ অর্থ তার হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা নিউজ২৪ ডটকমের সিলেট প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, অত্র কর্মশালার কো-অর্ডিনেটর ও দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ, এমজাস-এর আহ্বায়ক মাসুদ আহমদ রনি এবং সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খবরের কাগজের ফটো ও মাল্টিমিডিয়া সাংবাদিক মামুন হোসেন, মানবজমিনের ফটো ও মাল্টিমিডিয়া সাংবাদিক মাহমুদ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য লতিফুর রহমান উজ্জ্বল, মো. মশাহিদ আহমদ, রুম্মান আহমদ, এমজাস সদস্য আজমল আলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও তাইনুল ইসলাম।
এমজাস নেতৃবৃন্দ জানান, সংগঠনের কাজ শুধু বিলাসিতা নয়, সহকর্মীর পাশে দাঁড়ানো। প্রশিক্ষণ পরামর্শ ক্রমে সহকর্মীকে দক্ষ করে তোলা। পেশাদারিত্বের মানোন্নয়নে কাজ করাই একটি সংগঠনে দায়িত্ব। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন শুধু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি নয়, বরং একটি সহানুভূতিশীল সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমজাস এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এর আগে ১২ জুলাই শনিবার সিলেটের জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে অনুষ্ঠিত হয় “ফটো ও ভিডিও জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম এবং টেলিভিশন সাংবাদিকতা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা থেকে ৮৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন জাতীয় ও স্থানীয় পর্যায়ের অভিজ্ঞ সাংবাদিক ও প্রশিক্ষকরা। প্রশিক্ষণের বিষয়বস্তুতে ছিল মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিকতা, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও শট ও স্টোরিটেলিং, ফ্রেম ও কম্পোজিশনের ব্যবহার, সাক্ষাৎকার গ্রহণ কৌশলসহ টেলিভিশন রিপোর্ট তৈরির ধাপ।
উল্লেখ্য, মামুন হাসান দীর্ঘদিন ধরে দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তিনি ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।


