চাঁদাবাজদের কাছে দেশ বর্গা দেয়া হবে না: নাহিদ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নতুন করে কোনও চাঁদাবাজদের কাছে দেশ আর বর্গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম, সেই লড়াই এখনও শেষ হয়নি।

এর আগে, মুন্সীগঞ্জে পথসভায় হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন এনসিপি আহ্বায়ক। জানান, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।

এদিকে, নারায়ণগঞ্জে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের পর দলটিকে ক্ষমা করে দেয়ার কোনও অবকাশ নেই।

শনিবার কক্সবাজার ও বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির পথসভার কথা রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *