সিলেট জেলা বিএনপি’র সিনিয়র উপদেষ্টা ও জেলা বিএনপি’র একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক এবং সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
সোমবার (২৩ জুন) এক শোকবার্তায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, মরহুম অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন জাতীয়তাবাদী আদর্শের প্রতি গভীরভাবে বিশ^াসী একজন নিবেদিতপ্রাণ সৈনিক। বিগত সময়ে মানুষের মৌলিক অধিকার আদায়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান শোকবার্তায় অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।