অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেন মুহিবুস সামাদ

যুক্তরাজ্যের খ্যাতনামা Oxford Brookes University থেকে ফাইনান্সে মাস্টার্স ডিগ্রি (MSc in Finance) অর্জন করেছেন এ কে এম মুহিবুস সামাদ। এর আগে তিনি পেশাগতভাবে ACCA Part 2 সফলভাবে সম্পন্ন করেন।

এই সম্মানজনক অর্জনের সময় তার বাবা এ কে এম আহাদুস সামাদ ও মা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষাগত এই সাফল্যের পেছনে রয়েছে একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মীর দীর্ঘ প্রস্তুতি। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে আসার আগে, ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন প্রতিশ্রুতিশীল ও রাজনৈতিকভাবে সচেতন কর্মী এ কে এম মুহিবুস সামাদ। বাংলাদেশে থাকাকালীন সময়ে সক্রিয়ভাবে দলের ঘোষিত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শেখ হাসিনার সরকারের অধীনে চালানো দমন-পীড়ন ও অব্যাহত স্বৈরশাসনের বিরুদ্ধে নানা গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বর্তমানে যুক্তরাজ্যে একটি অডিট ফার্মে কর্মরত এই তরুণ নেতা ভবিষ্যতে সরাসরি বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক নীতিনির্ধারণী ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন, যেন তার অভিজ্ঞতা ও ভাবনা দেশের কাজে লাগানো যায়।

সংবাদ বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *