সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলে দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। রোববার (২২ জুন) সচিবালয়ের ১১ নম্বর ভবনের নীচে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় একটি মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণও করেন তারা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বদিউল কবির বলেন, এই আইনের বিরুদ্ধে কর্মরত সবাই ফুঁসে উঠেছে। আর সময়ক্ষেপণ না করে এই কালো আইন বাতিল করতে হবে।

আরেক কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভদ্রতা, সরলতা, শৃঙ্খলাকে দুর্বলতা ভাবলে ভুল হবে। অধ্যাদেশ সংশোধন নয় বাতিল করতে হবে। যেসব কর্মকর্তা এ অধ্যাদেশ প্রণয়নের সাথে জড়িত তাদের দফতরের সামনেও সামনেও অবস্থান ধর্মঘটও করা হতে পারে।

কর্মসূচি শেষে আগামীকাল সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *