বাংলাদেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন

অর্থনীতি ডেস্ক :  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের এই বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট।

বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।

বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *