সুনামগঞ্জ জেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৫ মে) ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ মাগরিব সুনামগঞ্জ জেলার ধমপাশা উপজেলার মাটি কাটা গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মরহুম সামসুদ্দিন আহমেদ সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির খালু।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
রবিবার (২৫ মে) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ এর ইন্তেকাল, বিএনপি নেতৃবৃন্দের শোক

কমেন্ট