জ্বীনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  তান্ত্রিক মা ফাতেমার দরবার জিনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৫ মে) সকালে রাজধানীর ৬০ ফিট রোডে পিবিআই উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক  মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

তিনি জানান, তেজগাঁও থানার এক মামলার তদন্তে নেমে এই প্রতারক চক্রের খোঁজ পায় তারা। ভোলা সদর থেকে প্রতারক চক্রের এই ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। হতাশাগ্রস্থ ব্যাক্তিদের কফিলের মন জয় করা, প্রেমে বশীকরণ করুন, স্বামীর সাথে অমিল, গুপ্তধন পাইয়ে দেয়াসহ বিভিন্ন অসাধ্য সাধনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।

তিনি আরও জানান, বিভিন্ন সময় নারীর কন্ঠে কথা বললেও এই চক্রের সকলেই পুরুষ সদস্য। প্রতারণার কৌশল হিসেবে চটকদারি বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন প্রচার করে প্রতারণা করে আসছিলো এই চক্র।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *