উপজেলার খাদলা কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—খাদলা ইউনিয়নের শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই গ্রামেরআব্দুল হাকিম মিয়ার ছেলে মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।

রোববার (২৫ মে) এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুর সীমান্তপথে রবিউল ও আজাদসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। সাথে থাকা অন্যরা এসময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে ভারত সীমান্তের ১৫০ থেকে ২০০ গজ ভেতরে থাকায় বিএসএফ তাদেরকে গুলি করেছে বলে জানতে পেরেছি। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে বিজিবি কোম্পানির কমান্ডার পর্যায়ে সীমান্তে বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *