আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পদকে ভৃষিত হলেন মুক্তিযুদ্ধ গবেষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার এ্যাওয়ার্ড সন্মাননা পদক পেলেন জাতীর এ শেষ্ঠ বীর সন্তান বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এর চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
স্বাধীনতা  ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদ নিরলস সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটি অর্জন করেছে নানা কর্মময় অভিজ্ঞতা ও সুনাম। এরই ধারাবাহিকতায় দেশের গুণীজন সহ দেশের সমাজ চিন্তকদের সংবর্ধনা দিয়ে তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে ২৩ মে ২০২৫ শুক্রবার রাজধানীর বিজয়নগর হোটেল অরনেট থ্রি স্টার এর কনফারেন্স হলে  গুণী জন ও সমাজ চিন্তকদের আনুষ্ঠানিক ভাবে  এ পদক প্রদান করেন প্রধান  অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর কামাল উদ্দীন আহমদ,সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *