কারও ইঙ্গিতে বা কোনো প্রেত্মাতার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি: জয়নুল আবদিন ফারুক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কারও ইঙ্গিতে বা কোনো প্রেত্মাতার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি।

বুধবার (২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশনের সামনের বিক্ষোভ প্রমাণ করে ড. ইউনূসকে মানে না এনসিপি।

দেশে নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে দাবি করে তিনি বলেন, একটা গোষ্ঠী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা শান্তিপূর্ণভাবে ড. ইউনূসকে ক্ষমতা হস্তান্তরে বাধা দিচ্ছে। সরকারের উচিত ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত তফসিল ঘোষণা করা।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা করবে। তবে যেভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাতে কতদিন সহায়তা দেয়া যাবে সেটি নিয়েও বিএনপি চিন্তাভাবনা করছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *