জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচন দেয়ার আহ্বান: জয়নুল আবদিন ফারুক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জনগণের রোষানলে পড়ার আগে অন্তবর্তী সরকারের প্রধানকে নির্বাচন দিতে আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরুণ দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার কাছে দেশের মানুষের অনেক আশাভরসা জানিয়ে ফারুক বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। দু’এক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

নির্বাচন দিতে সরকার কিছুটা পিছপা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা। দাবি তোলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো নির্বাচন দেয়ার।

বক্তব্যে করিডোর ইস্যু নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *