স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান থেকে গ্রামের স্কুলে ৫০০ পাউন্ড ওজনের একটি বোমা ফেলা হয়। সেখানে প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করত।

স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ‘হোয়াইট ডেপায়িন পিপলস ডিফেন্স ফোর্স’-এর একজন সদস্য জানান, একটি যুদ্ধবিমান থেকে গ্রামের স্কুলে ৫০০ পাউন্ড ওজনের সরাসরি একটি স্কুলে বোমা ফেলে, যেখানে প্রাথমিক থেকে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করছিল।

স্থানীয় একটি শিক্ষা সহায়তা সংগঠন জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থীসহ ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এলাকায় যথাযথ চিকিৎসার অভাব রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে সাগাইং অঞ্চলে বিমান হামলা বাড়িয়েছে। এই অঞ্চলটি গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ এনে আসছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *