মানবতার অনন্য দৃষ্টান্ত, রোটারীয়ান পিপি মরহুম মোহাম্মদ মুহিবুর রহমান: সিসিক সচিব আশিক নূর

সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর বলেছেন, রমজান মাসে সংযমের সঙ্গে রোজা পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে যারা খাদ্য সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। তাদের খাদ্যের ব্যবস্থা করা ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হযরত মোহাম্মদ (সা.) এর শিক্ষা। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ‘রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’।

 

সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আরও বলেন, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে যে কাজ করা হয়, সেটিই মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। মানুষ তার কর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকে। এই মহতী কার্যক্রমে বিশেষভাবে স্মরণ করা হয়েছে রোটারীয়ান পিপি মরহুম মোহাম্মদ মুহিবুর রহমানকে। তিনি সমাজের কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সচিব আশিক নূর বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকা উচিত। সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও সংগঠন এগিয়ে এলে ঈদের আনন্দ সত্যিকারের সবার জন্য ভাগাভাগি করা সম্ভব হবে।
তিনি শনিবার (২২ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানুল মোবারক উপলক্ষে ২ শতাধিক কোরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী ও শারীরিক প্রতিবন্ধী ৮ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল (রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৬৫ বাংলাদেশ) এর প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মরহুম রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমানের ছেলে  আ ন ম মনসুফ, রোটারিয়া পিপি এম. তৈয়বুর রহমান, রোটারিয়া পিপি ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়া পিপি সিদ্দীকুর রহমান, ক্লাব সেক্রেটারী মো. আমিরুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মুনতাসিম আহমদ তানভীর প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *