হজ্ব-ওমরাহ’র ক্ষেত্রে টিকিট সিন্ডিকেট থাকবে না জানিয়েছেন: ধর্ম উপদেষ্টা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  হজ্ব ও ওমরাহ’র ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ আর থাকবে না। এখন থেকে টিকিট বুক করতে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে।

শুক্রবার (২১ মার্চ) কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, তিন দিনের মধ্যে বিমানের টিকিট ইস্যু না হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ বা তিনগুণ দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ আর থাকবে না। এ বিষয়ে একটি নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, কক্সবাজারে সম্প্রীতির একটি পরিবেশ দীর্ঘদিন ধরে বিরাজ করছে এবং এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য বা ভুল বুঝাবুঝি নেই। তিনি আশাবাদী, এই মসজিদের মাধ্যমে কক্সবাজারে একটি ভ্রাতৃত্বের পয়গাম ছড়িয়ে পড়বে।

জেলা মডেল মসজিদ সম্পর্কে তিনি জানান, এখানে ১১শ’ পুরুষ একসাথে নামাজ পড়তে পারবেন। মহিলা এবং শারীরিক বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ নানা সুবিধা রয়েছে।

উল্লেখ্য, সরকার সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে, যার মধ্যে ইতোমধ্যে সাড়ে তিনশত মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *