তথ্য বিকৃতির অভিযোগে ১শ’ কোটি রুপি মামলার হুমকি ‘ছাভা’ সিনেমার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক : ভারত জুড়ে সাড়া ফেলার সাথে সাথে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’। কিছুদিন আগেই ভিকি’র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তথ্য বিকৃতির অভিযোগে ১শ’ কোটি রুপি মামলার হুমকি দেয়া হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত, সিনেমায় দেখানো একটি দৃশ্য নিয়ে। মূলত, ওই দৃশ্যে দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধররাই ‘ছাভা’র ওপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন।

সিনেমায় দেখানো হয়েছে, গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে আওরঙ্গজেবের কাছে সম্ভাজিকে পরাজিত হতে হয়।

যড়যন্ত্র করে মোঘল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এ কাহিনি ব্যাপক প্রচারিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে জ্বলে উঠলেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম।

তাদের অভিযোগ, সিনেমায় এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শিগগির পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং টিম ‘ছাভা’র বিরুদ্ধে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *