সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক ইমাম শায়েখ আলী উমর ইয়াকুব আল আব্বাসীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সিলেটে আগমণ উপলক্ষে শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসীর সাথে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন-এ এই সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় শায়েখ আলী উমর ইয়াকুব আব্বাসীকেৃ ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ ফিলিস্তিনের উপর ইসলায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। হামলায় শাহাদাত বরণকারী বীর ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
সাক্ষাত ও সংবর্ধনা প্রধানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি শাহ আহমেদুর রব, নুরুল ইসলাম সুমন, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালি, লন্ডন প্রবাসী মাওলানা শায়খ ফরিদ খান, জিয়াউর রহমান, সামছুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *