কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়লে পরিবার সমাজ ও জাতি উন্নত হবে: আওলাদে রাসূল শায়খ সৈয়দ নাসির বিল্লাহ মক্কী

সৌদি আরব থেকে আগত আওলাদে রাসূল শায়খ সৈয়দ নাসির বিল্লাহ মক্কী বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে ও আল্লাহর নৈকট্য পেতে আমাদেরকে ফরজ ইবাদতকে আঁকড়ে ধরতে হবে ও হারাম থেকে নিজেদের হেফাজত রাখতে হবে। একই সাথে সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। তিনি বলেন, ফরজ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সর্বাধিক। এটি আমাদের জীবনের ভিত্তি। নামাজ জীবনকে সুশৃঙ্খল করে এবং আত্মিক প্রশান্তি দেয়। তাই আমাদের সবাইকে নামাজী হতে হবে। অপরদিকে সিয়াম সাধনা করলে অন্তরের শুদ্ধি ও তাকওয়া অর্জন করা যায়। নামাজ এবং রোজা হলো একজন মুসলমানের আধ্যাত্মিক শক্তি। নামাজ মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে এবং রোজা মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। এই দুটি ইবাদত মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং নৈতিক উন্নতির মাধ্যম।
তিনি আরও বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ (সা.) এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তাই সবাইকে কুরআনের পাশাপাশি রাসূলের হাদিস ও সিরাত অধ্যয়ন করতে হবে। ঈমান মজবুত করে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়লে আমাদের পরিবার, সমাজ এবং জাতি উন্নত হবে।
তিনি গতকাল মঙ্গলবার শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের উদ্যোগে ও মাছিমপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের সমাপনী দিনে সভাপতিত্ব করেন শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের পক্ষে মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ দিলওয়ার হোসেন ও ভার্থখলা মদ্রাসারা প্রিন্সিপাল মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ এবং গাজী বুরহা উদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ নাসির উদ্দিন।
হাফিজ ক্বারী ইসহাক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুফতি নাসির উদ্দিন আনছারী ঢাকা, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুশতাক আহমদ খান, জামেয়া কাসিমুল উলুম দরগাহ-এ হযরত শাহজালাল (র) মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, জকিগঞ্জের লামারগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফী বাহুবলী, মাছিমপুর জামে মসজিদের খতিব মুফতি মাশহুদুর রহমান শরফী, ঢাকা দক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আনওয়ার হুসাইন।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মকবুল হোসেন, আরিফ হোসেন, আলতাফ হোসেন, শরীফ হোসেন, মো. ওয়াকিল, মো. মুক্তাদির, এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন শিবলু প্রমুখ। মাহফিলের সমাপনী অধিবেশনে দেশ ও উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনাকরে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *