বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দক্ষিণ সুরমা সরকারি কলেজ যুব ইউনিটের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) কলেজের অফিস সহায়কদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইফতেখার আলম বলেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। শীতে অসহায় মানুষেরা শীতের কাপড় কিনতে না পারায় কষ্টের মধ্যে জীবন-যাপন করেন। তাই আমরা নিজ নিজ এলাকার অসহায় শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদেরকে সহযোগীতা করতে হবে। তিনি সমাজের সকল বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ইউনিট দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের এই মহতী উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গনিত বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাহেনা হক, অর্থনীতি বিভাগের সদ্য বিদায়ী সহকারী অধ্যাপক ও বিভাগের বিভাগীয় প্রধান রওনক জাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক ছালমা ইয়াছমিন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাস, ইরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র সাহা, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ময়নুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা খানম। মো. আতাউর রহমান ভূঁঞা এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহারিয়ার খান, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, খালেদ আহমদ, শফিকুল ইসলাম, পলি সেনাপতি, সৈয়দা মোমেনা বেগম লিমু, আব্দুছ ছাত্তার প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *