মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় প্রতারণায় এক যুবক’কে গ্রেফতার করে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক ফাহিম আহমদকে (২০) রিমান্ডে নিতে চায় পুলিশ। আদালতের কাছে তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যমে  জানান, গ্রেফতারকৃত ফাহিমকে শনিবার দুপুরে আদালতে তুলে পুলিশ তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে।

পন্য সমূহের বিস্তারিত জানতে ক্লিক

তবে এরআগে বৃহস্পতিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে সিলেট মহানগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

জানা যায়, ফাহিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের সে রফিক মিয়ার ছেলে । তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন।

তবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টার অভিযোগে ঐ যুবককে গ্রেফতার করে পুলিশ।

এর পরে তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন এক সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *