চুনারুঘাটে রগ কেটে হত্যা’র অপরাধে দুই আসামি’কে গ্রেফতার করেছে ,র‍্যাব-৯

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. মফিল মিয়া চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলা দুই আসামিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া ইউং।

পন্য সমূহের বিস্তারিত জানতে ক্লিক

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত দুইটার দিকে হবিগেঞ্জর চুনারুঘাট থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার মুছিকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জহুর আলী (৫০) ও একই উপজেলার আমতলা গ্রামের মৃত রবি মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২)। তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এরআগে ২৬ ডিসেম্বর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মফিল মিয়াকে হাত-পায়ের রগ কেটে হত্যা করে প্রতিপক্ষ শান্ত মিয়ার লোকজন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর ছেলে। প্রায় ২০ বছর ধরে ওই গ্রামের সরকারি খাস জমি নিয়ে একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *