আমলারাই (জনপ্রশাসন) সবচেয়ে দুর্নীতিগ্রস্থ: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে জনপ্রশাসন সংস্কার কার্যক্রমে অস্থিরতার সংবাদে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ৫ আগস্টের গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বৈষম্য নিরসনে জনপ্রশাসন সংস্কার কমিটি প্রণীত সুপারিশের বিরুদ্ধে আমলাদের সৃষ্ট প্রতিবন্ধকতা নতুন বাংলাদেশ নির্মাণে বাঁধাগ্রস্থ করছে। আমলারাই সৃষ্ট সংকট তৈরি করেছেন। জনপ্রশাসনের আমলারা স্বচ্ছ, সৎ ও জবাবদিহীমূলক হলে রাষ্ট্রযন্ত্রের সব পর্যায় থেকে দুর্নীতি তিরোহীত হবে। গত ৫৩ বছরে কোন দলীয় সরকার অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জনবান্ধব সংষ্কার কমিশনের আলোকে জনবান্ধব কোন সংস্কার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সুতরাং দেশবাসী কোন রাজনৈতিক ও দলীয় সরকারের উপর আস্থা রাখতে পারে না।
এমতাবস্থায় জনপ্রশাসন সংস্কার কার্যক্রমে বাধা দানকারীদের চাকুরিচ্যুত করতে হবে। প্রবাদ আছে ‘শক্তের ভক্ত নরমের যম’ নীতি আশু গ্রহণ করা দরকার। বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের কার্যক্রমের উপর আপামোর দেশবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে। সুতরাং বর্তমান সরকারের এই সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে হাজার হাজার আপামোর জনতা আবারো শহীদ হতে প্রস্তুত। প্রয়োজনে সিলেটের পূণ্যভূমিতে এই বিষয়ে গণআন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *