ঢাবি বিক্রমপুর পরিবারের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিক্রমপুরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিক্রমপুর পরিবারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ ডিসেম্বর এক আনন্দঘন বনভোজন আয়োজনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হয়।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের শিক্ষার্থী নাফসান আসিফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেনেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শুভ শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রমপুর পরিবারের সাবেক সাধারণ সম্পাদক অনিক প্রধান, সাবেক সভাপতি আফসার আবিদ, সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন, সাবেক সাধারণ সম্পাকদ নাহিদ ইসলাম এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিক্রমপুর পরিবারের প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বনভোজন অনুষ্ঠানের অংশ হিসেবে পানাম সিটি ও লোকশিল্প জাদুঘর পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *