মার্শাল আর্ট প্রদর্শনী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় আয়োজিত হলো মার্শাল আর্ট প্রদর্শনী ২০২৪-এর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় এই অনুষ্ঠানের আয়োজন করে সিটি মডেল স্কুল, সিলেট। অনুষ্ঠানে সহযোগিতা করে চাইনিজ মার্শাল আর্ট একাডেমি।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উশু খেলোয়াড় সুহাইল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সভাপতি ও সিটি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন বলেন, শিক্ষার্থীদের এ ধরনের ক্রীড়ায় অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পরে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সহ-সভাপতি শফিকুল ইসলাম, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র এমপিও সামন্ত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির ক্রীড়া সম্পাদক আরিফ উদ্দিন ওলি।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা চাইনিজ মার্শাল আর্ট প্রদর্শনীতে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।
ক্রেস্ট প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,
সুহাইল আহমদ, তাওছিয়া আক্তার ইমু, বিকাশ দাস সুমিত, মো:আরাফাত হোসেন, মো: তোফায়েল হোসেন, সানজিদা, নাইম আহমদ, আব্দুল বাছির, পূর্ণ সরকার, সৌমিক চৌধুরী, দেবাদৃতা মৈত্রেয়ী ধর আরাধ্য, দ্বিপ্রিয়া চৌধুরী, হুমাউন রশিদ, আব্দুল্লাহ মো: উমায়ের, স্পর্শ তালুকদার, সাজনিন আক্তার সাদিয়া, সারুয়ার আলম, আরিফ আদনান, সৌহার্দ্য সাহা, মাশিয়াত শেহরোজ আরিবা,  মাহামিদ ফারাবী মাসনুন, মো: হাসান মাহমুদ রিহাব, মো: হোসেন মাহমুদ শিহাব, মুহাম্মাদ মুফলিহ, ওয়ামীযাহ সুন্নাহ্, মোঃ রিফাত হোসেন, ছাইফ রশিদ, তানভীর জাহিদ আকাশ, আজিবুল হক,  ⁠মো:আরিফ উদ্দিন ওলি, হুসাইন আহমদ, উবাঈদ আহমদ। অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়। এমন একটি সুন্দর এবং গঠনমূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *