সাদপন্থীরা পরিকল্পিতভাবে হামলা করেছে: দাবি যুবায়েরপন্থীদের

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে সাদপন্থীরা হামলা করেছে বলে দাবি করেছেন যুবায়েরপন্থীরা। এর আগে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হন। আহত হন শতাধিক।

সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার।

গতকাল মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন সময় এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুবায়েরপন্থী সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মুফতী আমানুল হক।

এছাড়া ঘটনা সম্পর্কে মাওলানা মামুনুল হক বলেন, সাদপন্থীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। পুরো একতরফাভাবে হামলা চালানো হয়েছে। সমস্যাটি আলোচনায় মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছিলো। এমন অবস্থায় এ হামলা মেনে নেয়ার মতো নয় বলেও উল্লেখ করেন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *