শিশুতোষ গল্পের জন্য শ্রীহট্ট প্রকাশের পাণ্ডুলিপি আহবান

শ্রীহট্ট প্রকাশ দেশে ও দেশের বাইরে বাংলা ভাষায় লেখকদের কাছ থেকে শিশুতোষ গল্প (মুক্তিযুদ্ধ-রহস্য-ভৌতিক-সাইন্স ফিকশন-সামাজিক সমস্যা) বইয়ের শর্তবিহীন পাণ্ডুলিপি আহ্বান করছে। সম্পাদনা পরিষদের আহ্বায়ক মুনশী ইকবাল দেশ-বিদেশে অবস্থানরত লেখকদের প্রতি লেখা আহবান করেন।
পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলী- সর্বনিম্ন ২৫ হাজার শব্দের মধ্যে লেখা থাকতে হবে।  পাণ্ডুলিপি কম্পিউটার কম্পোজ করে সুতনি এমজে ফন্টে এ ফোর সাইজের ১ ইঞ্চি মার্জিন রেখে ১৪ সাইজে প্রিন্ট করে জমা দিতে হবে। পাণ্ডুলিপি জমাদানের সময় লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, যোগাযোগের সচল মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ১ কপি জমা দিতে হবে। জমাকৃত পাণ্ডুলিপি শ্রীহট্ট প্রকাশ-এর সম্পাদনা পরিষদ পর্যালোচনা ও যাচাই-বাছাই করবেন। নির্বাচিত পাণ্ডুলিপির লেখকের সাথে যোগাযোগ করা হবে এবং ২০২৬ সালের অষ্টম বই মেলার জন্য বই প্রকাশ করা হবে। যে পাণ্ডুলিপি নির্বাচন করা হবে কেবল সেই লেখকের কাছ থেকে পাণ্ডুলিপির সফট কপি সংগ্রহ করা হবে এবং সরকার নির্ধারিত বিধিমালা অনুযায়ী চুক্তি সম্পাদন করা হবে। পাণ্ডুলিপি সম্পূর্ণ শ্রীহট্ট প্রকাশ-এর অর্থায়নে প্রকাশ করা হবে। এজন্য লেখকের থেকে কোনো অর্থ নেওয়া হবে না। তবে লেখককে তাঁর রয়ালিটি প্রদান করা হবে। পাণ্ডুলিপি ১ জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ-এর একক বইমেলায় (মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট) দুপুর ২ টা থেকে রাত ১০ টার মধ্যে লেখক নিজে উপস্থিত হয়ে জমা দিতে হবে। কোনো প্রতিনিধি বা কুরিয়ারের পাঠানো যাবে না। বিজ্ঞপ্তি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *