ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশী নির্যাতনে সিলেটের প্রথম শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমেদ দিলুর প্রথম মৃত্যুবার্ষিকীতে সিলেট যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহ হাজী গাজী শাহ মিরাজী (র.) মাজার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খানঁ জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হিরু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহমদ, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সামসুর রহমান শামীম, মহানগর বিএনপির নেতা জিয়া উদ্দিন চৌধুরী লিটন, শাহীন আহমদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী জীবন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির কমিটির সদস্য লিটন আহমেদ, মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ওসমান গনি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির কমিটির সদস্য জি এম বাপ্পি, অলি চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সদস্য, রায়হান আহমেদ, এস এম পলাশ, জেলা যুবদল নেতা জামাল আহমদ খান, কয়ছর হোসেন চৌধুরী, বিএনপি নেতা নাসিম আহমদ চৌধুরী, তুয়েলুর রহমান শিপন, শাহ হাফিজ, জেলা যুবদল নেতা শফি আহমদ খান, ফাহিম আহমদ, মুহিব আহমদ চৌধুরী, সায়মন ইসলাম মিন্টু খোকন আহমদ, আব্দুল্লাহ বিপ্লব, ফরহাদ আলম মিজান আহমদ, রুপক,মো: লিটন আহমদ, আব্দুর রাজ্জাক, কামরান হোসেন মনজুর আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, ল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, মহানগর ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল হোসেন, মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ে সম্পাদক আনিসুর রহমান আকাশ, রাহাত আমীন প্রমুখ।
সিলেটের প্রথম শহীদ জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
কমেন্ট