শেরপুর সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ১৯ বোতল ভারতীয় মদ’সহ এক কিশোর আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক  : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রাকিবুল ইসলাম ওরফে রকি নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৮ অক্টোবর) রাতে তাকে উপজেলার সদর বাজারের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদ সহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাকিবুল ইসলাম ওরফে রকি’র নামে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *