‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২রা নভেম্বর ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ২রা নভেম্বর (শনিবার) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ কমিশনার (পিপিএম সেবা) মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেটের সকল সমবায়ীদের আহবান জানিয়েছেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। বিজ্ঞপ্তি
৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন কর্মসূচী
কমেন্ট