বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে জেলা পর্যায়ে পিপিপি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে জেলা পর্যায়ে পিপিপি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কের্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জািিহদুল ইসলাম, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, পিপিপি প্রোগ্রাম ম্যানেজার নিলুফার আক্তার বানু, ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের নানাদিক তুলে ধরা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *