জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে  কঠোর অনুশীলনের বিকল্প নেই: সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. জাকির হোসেন বলেছেন, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে কঠোর অনুশীলনের বিকল্প নেই। অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়। মেধাবী শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ট সম্পদ। এ সম্পদের পৃষ্ঠপোষকতা ছাড়া সমৃদ্ধ জাতি ও দেশ গঠন অসম্ভব। তিনি সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ইসলামী অনুশাসন মেনে নিজেকে প্রস্তুত করার আহবান জানান।
তিনি মঙ্গলবার দুপুরে সিলেট আইডিয়াল কলেজ হলরুমে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট আইডিয়াল কলেজ অধ্যক্ষ (সাবেক সচিব) আবুল হাশেমের সভাপতিত্বে ও প্রতিষ্টানের চেয়ারম্যান অধ্যাপক  মুহাম্মদ নূরুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সৈয়দ সলিম মোহাম্মদ কাদির, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক  ড. সৈয়দ মোয়াজ্বেম হোসেন  ও সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ সিলেট আইডিয়াল কলেজ পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদানসহ সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *