আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

রিটে বলা হয়, সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের যে তালিকা করা হয়েছে তা পূর্ণাঙ্গ নয়। যারা তালিকায় নেই, তারা চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য কোথায় যোগাযোগ করবে, তা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানে সরকারের পদক্ষেপ আরও জোরাল করতে বলা হয়।

ক্ষতিগ্রস্ত না হয়েও কেউ যেন এই সুযোগের অপব্যবহার করতে না পারে, সেজন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথাও উল্লেখ করা হয় রিটে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রওশন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জোনরেল মোহাম্মদ শফিকুর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *