সাকিবকে নিয়ে প্রশ্নে ‘বিরক্ত’ পাঁচ উইকেট পাওয়া তাইজুল

 স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে সাকিব আল হাসান না থাকলেও বারবার ঘুরেফিরে আসছে তার প্রসঙ্গ। কারণ এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। তবে ঘটনাক্রমে সেটা সম্ভব হচ্ছে না। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও সাকিবের প্রসঙ্গ উঠল। আর তখনই কিছুটা বিরক্তি ঝরল পাঁচ উইকেট পাওয়া তাইজুল ইসলামের কণ্ঠে।

ক্যারিয়ারে দীর্ঘ সময় সাকিব আল হাসানের আড়ালে থাকতে হয়েছে তাইজুলকে। এই বাঁহাতি স্পিনার কখনোই সাকিবকে ছাপিয়ে যেতে পারেননি। তার সাফল্যের মুহূর্তেও বরাবরই অযাচিতভাবে এসেছে সাকিবের নাম।

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। সাকিবের পর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি, সেটাও আবার সাকিবের চেয়ে ছয় টেস্ট কম খেলেই।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, সাকিব না থাকার বিষয়টি সামলে কীভাবে পারফর্ম করেন। এর জবাবে খানিকটা বিরক্তি টের পাওয়া যায় এই স্পিনারের কণ্ঠে, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’

সাকিব ইস্যু নিয়ে তাইজুলের সহজ স্বীকারোক্তি, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’

সাকিবকে নিয়ে প্রশ্নে তাইজুলের কণ্ঠে চূড়ান্ত বিরক্তি ফুটে ওঠে যখন তার ক্যারিয়ারের সঙ্গে সাকিবের থাকা, না থাকার প্রশ্ন জড়িয়ে যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পেয়েছি, সাকিব ভাই না থাকলেও তার কারণে উইকেট পেয়েছি। বিষয়টা হয়ে গেছে এমন।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *