সাম্প্রদায়িকতায় মত্ত্ব হয়ে,
সবাই খেলিছে হিন্দু মুসলিম
আর, রাম রহিম খেলা।
ফেইসবুকে ছড়ানো রাশি রাশি
সাম্প্রদায়িকতার বিষোদগার আজ
হয়ে গেছে, নিত্য দিনের চিত্রহার।
আজ চিত্রপটে ইতিহাসের পাতা
ছিড়ে ফেলার চক্রান্তই বারে বার,
শুধু দেশপ্রেমিকেরা
প্রতিহত করে বারে বার ,
ইতিহাসের পাতা ধ্বংস হবার।
প্রাণ বিনিময়ে পূর্বপুরুষেরা
স্বাধীনতা এনেছিল দেশমাতৃকার,
দেশ বাচাবার অঙ্গীকার,
এখনও সময় আছে, ঘুরে দাড়াবার।
….গৌরীশ দাস….
ভারত,কাছাড় (আসাম)
কমেন্ট