নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেই যোগ্যতা  অর্জন করতে হবে: মমতাজ ফারুকী চৌধুরী 

বিশিষ্টসমাজসেবী ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং দুঃস্থ মেয়েদের নিরাপদ ও প্রশিক্ষণ কেন্দ্রের ভাইসপ্রেসিডেন্ট মমতাজ ফারুকী চৌধুরী বলেছেন,নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেই যোগ্যতাঅর্জন করতে হবে।  তৃণমূল নারী উদ্যোক্তাসোসাইটি নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করে ২৭ টি বছরের যাত্রাপথ অত্যন্ত গৌরবের। উদ্যোক্তাদের এ যাত্রায় সফল হতেধৈর্য ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। তিনি ২৮সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে খান বাহাদুরএহিয়া ওয়াকফ্ এস্টেটের সহযোগিতায় সারা খাতুন উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রেরউদ্বোধন এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীউদযাপন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাবলেন।সংগঠনেরসিলেট জেলা শাখার সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা রুমুর সভাপতিত্বে ও সিলেট মহানগরশাখার সাধারণ সম্পাদক নাফিসা শবনমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনথ সিলেট বিভাগীয় কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক মো:হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকসিলেট এর এস এম ই ডিপার্টমেন্ট ও নারী উদ্যোক্তা ইউনিটের যুগ্ম পরিচালক ড.শিরিন আক্তার,কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র বিপনন কর্মকর্তা আবু সালেহ মো:হুমায়ুন কবির,এসোসিয়েশনফর ইয়ুথ এডভান্সমেন্ট  আয়ার চেয়ারপারসনসিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাসগুপ্তা। বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও কনসালটেন্ট  হিমাংশু মিত্র, কেন্দ্রীয় সহ সভাপতি নাজনীন আক্তারকণা,  কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদকশাহানা আক্তার নয়ন,সিলেট  বিভাগীয় সাংগঠনিকসম্পাদক শাকেরা সুলতানা, সিলেট মহানগর শাখার সভাপতি জহুরা আক্তার, জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা বেগম,সহ সভাপতি ফাতেমাসুলতানা প্রমুখ।  পরে ফিতা কেটে সারা খাতুনউদ্যোক্তা উন্নয়ন ও  প্রশিক্ষণ কেন্দ্রের  উদ্বোধন করা হয় এবং সোসাইটির ২৭ বছর পূর্তিঅনুষ্ঠানের কেক কাটেন  প্রধান অতিথি। বিজ্ঞপ্তি বার্তাপ্রেরকহিমাংশুমিত্র২৮-৯-২৪
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *