“গ্রহণ”

সেকাল আর একালের তফাৎ!

দ্রব্যমূল্য বৃদ্ধির তাণ্ডব, এ যেনো
সাইক্লোনকেও হার মানাবে।

চন্দ্র, সূর্য, গ্রহ তারা,
তারাই তো তাণ্ডবকারী নরপিশাচ।
ক্রমশ বিদ্যুৎ বাবু স্মার্ট হতেই
পূর্ণগ্রাসে ব্যস্ত,
চারিদিকে শুধু হাহাকার ।

স্থান পরিবর্তনেই ব্যস্ত, কলঙ্কিত যত—- চন্দ্র, সূর্য, গ্রহ, তারা।
ওয়াশিং মেশিনের ডিটারজেন্টজনিত কারণে,
সবাই আজ কলঙ্কমুক্ত চেহারা।

জনতা জনার্দন একবারে দিশেহারা,
শুধুমাত্র পঞ্চম বছরের শেষলগ্নে
নিজ ক্ষমতাহেতু গর্জে ওঠে তারা।

শুধুমাত্র ভক্তরাই বুঝে উঠতে
পারছেন না, ক্রমবর্ধমান
পরিবর্তনের ঈঙ্গিত,
ক্রমে ক্রমে পরিপূর্ণ গ্রাস,
নাকি উন্নতিকরণ,
চন্দ্র নাকি সূর্যগ্রহণ।

……..গৌরীশ দাস……..
ভারত,কাছাড়,(আসাম)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *