হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল- সন্ধ্যা ফ্রী মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

সিলেটের কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত ব্রাক্ষ্মনবাজার এলাকায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল- সন্ধ্যা ফ্রী মেডিক্যাল ক্যাম্প সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে একদল চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নুর, সহ সভাপতি আবদুল খালিক, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রচার সম্পাদক এম এস এ মাসুম খান, কোষাধ্যক্ষ সৈয়দ নিয়াজ, এান ও দুর্যোগ সম্পাদক সোলেমান হক টিপু, জেলার ১ম যুগ্ম আহবায়ক সামছুদ্দোহা ফজল সিদ্দিকি, মালিহা সায়ন্তিকা মালা, তামিম আহমদ, আলাউদ্দিন পাশা, রহমান ও সাফি আহমেদ প্রমুখ, উক্ত ক্যাম্পিংয়ে প্রায় ৩ শতাধিক বন্যার্তদের ফ্রী ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *