আমি অবাধ্য হবো
হবো অশান্ত
তুমি প্রশান্তের ডানা মেলে
শান্ত করবে বলে
আমি অভিমানী হবো
হবো ঘূর্ণিঝড়
তুমি তোমার ভালোবাসার
চাদর দিয়ে করবে আদর
আমি ঠান্ডা হবো
আমি ভেংগেচুড়ে তোলপাড়
করবো
সৃষ্টি করবো কোলাহল
তুমি তোমার উষ্ণ ভালোবাসায়
করবে শাসন
আমি শান্ত হবো
আমি দুষ্টু হবো
হবো বিরামহীন ছুটে চলা পথিক
তুমি গতিরোধ করবে
গড়বে আমায় প্রেম বালক
আমি সন্ন্যাসী হবো
হতে চাইবো দেবদাস
তুমি ভালোবেসে যত্ন করে
বানাবে আমায় সংসারী পুরুষ!!
…..মামুন গাজী…..
কমেন্ট