তোমার শুন্যতা
আমার জন্য ভয়ংকর এক অনুভূতি!
তোমার ক্ষণিক অদৃশ্য হওয়া
যেন ব্ল্যাক হোলে নিজেকে হারিয়ে ফেলার মতো
তোমার শুন্যতা
আমার অন্তপুরে মহাশুন্যতার মতো
তোমার শুন্যতা
আমার হৃদয়ের স্বাভাবিক ক্রিয়াদি বন্ধ করে দেয়
যেমন বন্ধ করে ফাঁসির আসামীর শ্বাস-প্রশ্বাস নেওয়ার সকল রাস্তা
তুমি ছাড়া প্রতিটা অক্সিজেন কনা যেন বিষাক্ত সিসা
তুমি ফিরে এসো আমার হৃদয়ে খুশির আলোকবর্তিকা নিয়ে।।
……মামুন গাজী……
কমেন্ট