তুমি বিদায় নেয়ার আগে
ভাবিনি কখনো এমন হবে,
তোমার ছলনাময়ী প্রেমে
এ জীবন বিষময় হবে।
এ শুধু অভিনয়, অভিনয়,,, প্রেমখেলা রচিলে।
জাগিয়াছি কত নিশিথ রাত্রিতে
তোমার ভালোবাসার মিছে আশাতে।
চলে গেছো দুর হতে দুরে
অন্য কোথাও, অন্য মনজিলে।
ফেলে দিয়ে অপার সাগরে
মিছে প্রেম সন্তরণে।
শুধু মিথ্যে প্রেমিকের দায়ভার দিয়ে
নিজেরে আড়াল করিলে গোপনে।
বুঝিনি কখনো এহেন মনে
দ্বিধাহীন, প্রেমহীনভাবে,
চলে যাবে এ বিদায়বেলাতে।
………গৌরীশ দাস………
(ভারত, কাছাড় – আসাম)
কমেন্ট